গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। বুধবার থেকে জেরুজালেমে শুরু হওয়া এ আন্দোলন শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আয়োজকরা।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা তাঁবু গেঁড়ে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বাসভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে আগুন ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবি জানায়।
তেল আবিবের বড় বড় প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগ প্রতিষ্ঠান এই আন্দোলনে সংহতি জানিয়েছে। কর্মীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়েছে।
বিক্ষোভ বাড়তে থাকায় জেরুজালেমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনের শেষ দিন শনিবার প্যারিস স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হবে।