গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিকও। সোমবারের এই হামলার খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এনবিসির মোয়াজ আবু তাহা এবং ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাকা। রয়টার্স আরও জানিয়েছে, তাদের একজন ফটোগ্রাফার হাতেম খালেদ গুরুতর আহত হয়েছেন।
হাসপাতালের এক চিকিৎসক বলেন, হামলার সময় সেখানে ছাত্র, চিকিৎসক, রোগী ও সাংবাদিকরা অবস্থান করছিলেন। সকালের ব্যস্ত সময়ে, যখন সাংবাদিকরা রিপোর্টিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা হামলা হয় যখন প্রথম বিস্ফোরণের পর উদ্ধারকর্মী ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। রয়টার্সের লাইভ ফিড, যা পরিচালনা করছিলেন আল-মাসরি, হামলার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়।