২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত ২১ হাজার শিশু যুদ্ধজনিত কারণে প্রতিবন্ধী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের প্রতিবন্ধী অধিকারবিষয়ক কমিটি।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ৪০ হাজার ৫০০ শিশু যুদ্ধ-সম্পর্কিত আঘাতে আক্রান্ত হয়েছে, যার অর্ধেকের বেশি স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশনা অনেক সময় তাদের কাছে পৌঁছায় না, বিশেষ করে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের কাছে। এতে করে তারা অনিরাপদ ও অসম্মানজনক পরিস্থিতিতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
এ ছাড়া, গাজায় মানবিক সহায়তায় বাধা এবং চলাচলের সীমাবদ্ধতায় প্রতিবন্ধীরা খাদ্য, পানি ও স্যানিটেশনসহ জরুরি সেবার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।