ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেট বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি সংগঠন হামাস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে হত্যা করার পরিকল্পনা করেছিল, যা তারা ভেঙে দিয়েছে। হামলার জন্য বিস্ফোরক সজ্জিত ড্রোন ব্যবহার করার পরিকল্পনা ছিল। পশ্চিম তীরের হেবরন থেকে হামাসের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
বেন গভির ধন্যবাদ জানিয়ে বলেছেন, গ্রেপ্তারকৃতরা কঠোর শাস্তির মুখোমুখি হবে। শিন বেট বলেছে, তুরস্ক থেকে নির্দেশ পেয়ে এই সেলটি হামলার প্রস্তুতি নিচ্ছিল।
বেন গভির গাজা ও পশ্চিম তীরের ইসরায়েলের সঙ্গে সংযুক্তির প্রবল সমর্থক এবং হামাসের সঙ্গে কোনো চুক্তির বিরোধী। তিনি নেতানিয়াহুর ডানপন্থী সরকারের কট্টরপন্থী মন্ত্রী।