পশ্চিম তীর দখলের নতুন পরিকল্পনা থেকে ইসরায়েলকে বিরত থাকতে কঠোর বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি জানিয়েছে, এই দখলদারিত্বের চেষ্টাকে তারা "আব্রাহাম চুক্তির রেড লাইন অতিক্রম" হিসেবে দেখছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় ৮০ শতাংশ এলাকাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তার প্রতিক্রিয়ায় আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, “এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মৃত্যুঘণ্টা বাজাবে।”
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ২০২০ সালের আব্রাহাম চুক্তি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সম্মান জানিয়ে স্বাক্ষরিত হয়েছিল। তাই পশ্চিম তীরে যেকোনো দখলদারতামূলক পদক্ষেপকে চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
ইসরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, আন্তর্জাতিক অঙ্গনে আমিরাতের এই সতর্কবার্তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও কিছু আরব দেশের সঙ্গে (যেমন সৌদি আরব) সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন এই বার্তা কূটনৈতিক ভারসাম্যে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।