গাজা শাসনে একটি স্বাধীন জাতীয় টেকনোক্র্যাট প্রশাসন গঠনে সম্মত হয়েছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতির মাধ্যমে সকল ইসরাইলি বন্দিমুক্তি ও একটি সমন্বিত চুক্তিতে প্রস্তুত রয়েছে তারা।
হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের ১৮ আগস্টের প্রস্তাবে রাজি, তবে এখনো ইসরাইলের প্রতিক্রিয়ার অপেক্ষায়। প্রস্তাবে গাজায় গণহত্যা বন্ধ, ইসরাইলি বাহিনীর প্রত্যাহার, সাহায্য প্রবেশ ও পুনর্গঠনের বিষয় অন্তর্ভুক্ত।
তবে হামাসের প্রস্তাব ইসরাইল প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর কার্যালয় জানায়, তাদের শর্ত মানলে যুদ্ধ শেষ হতে পারে।
ইসরাইলি হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।