পাকিস্তানের বেলুচিস্তানে বিএনপির (বেলুচিস্তান ন্যাশনাল পার্টি) একটি জনসভায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘটে মঙ্গলবার রাতে রাজধানী কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি গুরুতর আহতদের করাচিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও। ইসলামাবাদে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের জনগণের নিরাপদে থাকার অধিকার আছে, এবং যুক্তরাষ্ট্র এই হামলার দায় স্বীকারকারী সন্ত্রাসী সংগঠন দায়েশের বিরুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে।
এ ঘটনায় তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সন্ত্রাস দমন বিভাগ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।