থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার তিনি ব্যক্তিগত বিমানে থাইল্যান্ড ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে, তার বিরুদ্ধে চলমান মামলায় কারাদণ্ডের আশঙ্কায় তিনি দেশ ছেড়েছেন। পুলিশ জানায়, আদালতের নিষেধাজ্ঞা না থাকায় তিনি বৈধভাবেই দেশ ত্যাগ করেছেন।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, অনেক থাই নাগরিক ফ্লাইট ট্র্যাকিং সাইটে থাকসিনের বিমানের গতিপথ অনুসরণ করছিলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, তিনি ব্যাংককের দন মুয়াং বিমানবন্দরে ইমিগ্রেশনে কিছুক্ষণ আটকা ছিলেন। পরে জানা যায়, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, তিনি হয়তো আবার দুবাইয়ে ফিরে যাচ্ছেন, যেখানে তিনি দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।
এই সফরের সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ শিগগিরই তার বিরুদ্ধে মামলার রায় হওয়ার কথা এবং তার আগের দিনই সংসদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে, যেখানে তার মেয়েও একজন প্রার্থী।