ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান ফের দু'দফায় আফটারশকে কেঁপে উঠেছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দেশটির পূর্বাঞ্চলে দুটি শক্তিশালী আফটারশক আঘাত হানে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
তালেবান প্রশাসনের তথ্য অনুযায়ী, চার দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২,২০৫ জনে এবং আহত হয়েছেন ৩,৬৪০ জনের বেশি।
প্রথম আফটারশকটি আঘাত হানে বৃহস্পতিবার রাতে শিবা জেলায়, আর শুক্রবার সকালে ৫.৪ মাত্রার আরেকটি কম্পন আঘাত হানে।
নানগারহার ও কুনার প্রদেশে বারবার কম্পন অনুভূত হচ্ছে। এখনো অনেকে বাড়িতে ফিরতে না পেরে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন।
এখন পর্যন্ত ৬,৭০০-এর বেশি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে। হিন্দুকুশ অঞ্চলের নিকটে অবস্থিত হওয়ায় আফগানিস্তানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি।