পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদি'র নামে হুমকি পাওয়ার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন জায়গায় ৩৪টি গাড়িতে হিউম্যান বোমা বসানো হয়েছে এবং ৪০০ কেজি আরডিএক্স দিয়ে বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে। বার্তায় আরও বলা হয়, ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকেছে।
পুলিশ জানিয়েছে, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শনিবার গণেশ বিসর্জন উপলক্ষে লাখো মানুষের জমায়েতের কথা মাথায় রেখে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ গুজবে কান না দিতে ও সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে।