ভোটে জয়ী হয়ে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ভূমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুল। তিনি বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হবেন।
৫০০ সদস্যের পার্লামেন্টে ২৪৭-এর বেশি ভোট পেয়ে আনুতিন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তিনি ফেউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেছেন।
তিনি চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজা মহা ভাজিরালংকর্নের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করবেন।
একসময় ফেউ থাই জোটে থাকলেও সীমান্ত ইস্যুতে বিরোধের কারণে আনুতিন জোট ত্যাগ করেন। এদিকে, ভোটের কয়েক ঘণ্টা আগে সিনাওয়াত্রা পরিবারের প্রতিষ্ঠাতা থাকসিন দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়েছেন।