Skip to Content

গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজ, বিশ্বের বৃহত্তম মানবিক নৌমিশন

September 5, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে গাজায় মানবিক সহায়তা পাঠাতে ৪৪ দেশের অংশগ্রহণে প্রায় ১০০টি জাহাজ নিয়ে একটি বিশাল নৌবহর ইউরোপ থেকে যাত্রা শুরু করেছে। আয়োজক সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একে বিশ্বের বৃহত্তম মানবিক সমুদ্র মিশন হিসেবে বর্ণনা করেছে।

এই বহরে রয়েছেন চিকিৎসক, মানবাধিকারকর্মী, শিল্পী ও সমাজকর্মীরা। তারা কোনো রাষ্ট্র বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ স্বেচ্ছায় অংশ নিয়েছেন।

প্রথম দফার জাহাজগুলোতে ওষুধ, ত্রাণসামগ্রী ও স্বেচ্ছাসেবীরা রয়েছেন। বহরটি স্পেন থেকে যাত্রা করে তিউনিসিয়ায় পৌঁছেছে এবং সেখান থেকে দ্বিতীয় দলের সঙ্গে একত্রিত হয়েছে। নিরাপত্তার কারণে নির্দিষ্ট রুট ও গন্তব্য গোপন রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এই অভিযান শুধু ত্রাণ পৌঁছানোর নয়, বরং গাজার ওপর অবরোধ প্রত্যাহারের দাবি ও আন্তর্জাতিক সংহতির প্রতীক। গাজার জনগণ যাতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন না হয়, সেটিই তাদের বার্তা।

২০০৭ সাল থেকে ইসরায়েলের অবরোধে গাজা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থল ও আকাশপথ বন্ধ থাকায় সমুদ্রপথই এখন মানবিক সহায়তার একমাত্র বিকল্প বলে মনে করছেন এই মিশনের সংগঠকরা।

Editorialnews24 September 5, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages