চীনের বৈশ্বিক প্রভাব বাড়ার প্রেক্ষাপটে ভারত ও রাশিয়ার অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক সামাজিক মাধ্যমে তিনি শি জিনপিং, পুতিন ও মোদির একটি ছবি শেয়ার করে লেখেন, “দেখে মনে হচ্ছে, চীনের কাছে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম। আশা করি, তারা একসঙ্গে সুখী ভবিষ্যৎ কাটাবে!”
ছবিটি ছিল চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটের, যেখানে শি, পুতিন ও মোদিকে একসাথে দেখা যায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীন ও রাশিয়াও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প ইতোমধ্যে পুতিনের প্রতি হতাশা প্রকাশ করলেও, রাশিয়া-চীন ঘনিষ্ঠতা নিয়ে বিশেষ কিছু বলেননি। ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের ক্ষোভ বাড়ছে বলেও জানান তিনি।