Skip to Content

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

September 5, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
টেসলা নতুন এক প্রস্তাবনা নিয়েছে, যা অনুমোদিত হলে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।

প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট আর্থিক লক্ষ্যমাত্রা অর্জিত হলে মাস্ক ৪২৩.৭ মিলিয়ন অতিরিক্ত টেসলা শেয়ার পাবেন, যার বর্তমান মূল্য প্রায় ১৪৩.৫ বিলিয়ন ডলার। তবে এর শর্ত হলো—টেসলার বাজারমূল্য ৮.৫ ট্রিলিয়নে পৌঁছাতে হবে, যা এখন মাত্র ১.১ ট্রিলিয়ন ডলার।

টেসলা শেয়ারহোল্ডারদের দেওয়া নথিতে আরও একটি প্রস্তাব এসেছে—টেসলা যেন মাস্কের মালিকানাধীন এআই কোম্পানি xAI-তে বিনিয়োগ করে।

সিএনএনের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের টেসলার ৪১০ মিলিয়ন শেয়ারের মূল্য ১৩৯ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেসএক্স, xAI ও অন্যান্য বিনিয়োগসহ তাঁর মোট সম্পদ ৩৭৮ বিলিয়ন ডলার।

২০১৮ সালের একটি শেয়ার প্যাকেজ আদালত বাতিল করলেও শেয়ারহোল্ডাররা বারবার মাস্কের পক্ষে রায় দিয়েছেন।

টেসলার শেয়ার কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো সর্বোচ্চ দামের তুলনায় ২৬% নিচে রয়েছে। তবে মাস্ক আশা করছেন, ভবিষ্যতে স্বচালিত গাড়ি ও রোবোট্যাক্সি তার কোম্পানিকে বিশাল লাভ এনে দেবে।

Editorialnews24 September 5, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages