গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। শুক্রবার রাতভর চলা এ হামলায় একাধিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি বিমান বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও বেশি।
গাজা সিটির হাসপাতালগুলো ইতিমধ্যেই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় আহতদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না