Skip to Content

মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন ধর্মীয় ভাবগাম্ভীর্যে

September 6, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
প্রতি বছরের মতো এবারও মালয়েশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপন করা হচ্ছে। দেশটিতে দিবসটি ‘মওলিদুর রাসুল’ নামে পরিচিত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবেশে অংশ নেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, রাণী, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজা সুলতান ইব্রাহিম সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষ অংশ নেন এবং নবীর প্রতি দরুদ পাঠ করেন।

অনুষ্ঠানে ‘জাতীয় মওলিদুর রাসুল পুরস্কার’ প্রদান করা হয়। সম্মাননা পান তাবুং হাজীর চেয়ারম্যান আব্দুল রশিদ হুসেন, উদ্যোক্তা খায়রুল আমিং ও অভিনেত্রী অ্যাঞ্জেলিন ট্যানসহ অনেকে।

এদিন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া-মাহফিল ও র‍্যালির আয়োজন করা হয়। সব আয়োজনে ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Editorialnews24 September 6, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages