গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা ও গাজা সিটির অর্ধেক অংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি দ্বিতীয়বারের মতো ঘরছাড়া হতে বাধ্য হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানে গাজা শহরের বহু অঞ্চল প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে চালানো এ অভিযানে সেনারা ব্যাপক অগ্রগতি করেছে বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য আহ্বান জানালেও পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি।