জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। জাতিসংঘের সংশোধিত বক্তাদের তালিকা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর উচ্চ-স্তরের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন তিনি।
শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে মোদির ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা থাকলেও হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এবার অংশ নিচ্ছেন না। উল্লেখযোগ্যভাবে, ওই দিন একই মঞ্চে কথা বলবেন চীন, ইসরাইল, পাকিস্তান ও বাংলাদেশের নেতারা।
৯ সেপ্টেম্বর শুরু হওয়া ৮০তম অধিবেশনের মূল প্রতিপাদ্য— “একসাথে আরও ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও বেশি।”
২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ বিতর্ক পর্ব। এর পাশাপাশি জলবায়ু, নারী অধিকার, রোহিঙ্গা সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে উচ্চ-স্তরের আলোচনা হবে।
মোদি সর্বশেষ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেন। তবে জাতিসংঘ অধিবেশনে তার অনুপস্থিতির কারণ