সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনিরা ভয়াবহ দমন-পীড়ন ও গণহত্যার শিকার হচ্ছেন। জেদ্দায় ওআইসি সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক নীরবতা ইসরায়েলের অপরাধকে আরও ভয়াবহ করে তুলছে এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে হুমকিতে ফেলছে। এখনই ইসরায়েলের দখলদারি থামাতে বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রিন্স ফয়সাল ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ন্যায়সঙ্গত ও একমাত্র উপায়।
তিনি আরও বলেন, যারা এখনো ইসরায়েলের কর্মকাণ্ড নিন্দা করতে দ্বিধায় রয়েছে, তাদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত। পাশাপাশি গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়াকে সমর্থনের ওপর গুরুত্ব দেন।