গাজা সিটি দখলের মিশনে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। টানা হামলা চালিয়ে যাচ্ছে ঘনবসতিপূর্ণ এই ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে। শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ জন ফিলিস্তিনি।
স্থানীয় সূত্র জানায়, গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা এখনও দাঁড়িয়ে আছে, সেগুলোকেই এখন প্রধান লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল। একদিনের ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরও একটি বহুতল ভবন।
হামাসের ঘাঁটি দাবি করে শনিবার ধ্বংস করা হয় ১৫ তলা বিশিষ্ট সুসি টাওয়ার। এই ভবনের একদম সামনেই অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর অফিস।
ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন এলাকা থেকে বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে ঠিকই, তবে পর্যাপ্ত সময় না দিয়েই চালানো হচ্ছে বিমান হামলা। এতে অনেকেই নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
বিমান হামলার পাশাপাশি মাটিতে চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। গাজার দেইর আল বালাহ, খান ইউনিস ও আশপাশের বিভিন্ন অঞ্চলে সমানতালে চলেছে ইসরায়েলি আগ্রাসন।