Skip to Content

ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় বসছে ইরান

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নতুন দফার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বৈঠক এমন সময়ে হতে যাচ্ছে, যখন ইসরায়েলের হামলার জেরে জাতিসংঘের পরমাণু সংস্থা (আইএইএ)-র সঙ্গে ইরান সহযোগিতা স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়েছে।

ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে—ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে না আনলে ও আইএইএ-এর সঙ্গে কাজ না করলে তারা ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করবে, যা আগের জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি (JCPOA) কার্যকর রাখতে ইউরোপীয়রা আলোচনা চালিয়ে যেতে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেমন অগ্রগতি হয়নি। তবে আশা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে পুনরায় সমঝোতার পথ তৈরি হতে পারে।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages