ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের মাধ্যমে বেলজিয়ামের ভিসা আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দূতাবাস এক আনুষ্ঠানিক নোটিশে জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পর তারা আর বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না।
রবিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ওই নোটিশে জানানো হয়, ঢাকায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ১৫ সেপ্টেম্বর। এরপর থেকে সুইডিশ দূতাবাস বেলজিয়ামের পক্ষে আর কোনো ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করবে না।
নোটিশে আরও বলা হয়, যারা শেনজেন অঞ্চলের মধ্যে বেলজিয়ামকে প্রধান গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন, তাদেরকে বেলজিয়াম সরকারের ভিসা সংক্রান্ত হালনাগাদ পদ্ধতি ও নির্দেশনা অনুসরণ করে সরাসরি আবেদন করতে হবে।
এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য বেলজিয়ামের ভিসা প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আসছে। আগের মতো ঢাকায় সুইডিশ দূতাবাসের মাধ্যমে আর আবেদন করা যাবে না। এখন থেকে বেলজিয়াম সরকারের নির্ধারিত নতুন প্ল্যাটফর্ম বা দূতাবাসের মাধ্যমেই আবেদন করতে হবে।
প্রসঙ্গত, শেনজেন ভিসার আওতায় এক বা একাধিক ইউরোপীয় দেশে ভ্রমণ করা গেলেও যাত্রার উদ্দেশ্য অনুযায়ী যে দেশটি মূল গন্তব্য, তার দূতাবাসেই সাধারণত আবেদন জমা দিতে হয়। সেই হিসেবে বেলজিয়াম যদি কোনো যাত্রীর প্রধান ভ্রমণ গন্তব্য হয়, তাহলে সেই দেশটির সরাসরি নির্দেশনা মেনেই ভিসার জন্য আবেদন করতে হবে।
সংশ্লিষ্টদের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো— বেলজিয়াম কর্তৃপক্ষের হালনাগাদ ভিসা নির্দেশনা সম্পর্কে অবগত থাকা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা।