Skip to Content

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা, দাবি রিপোর্টে

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দু’টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ, এমনটাও জানানো হয়েছে প্রতিবেদনে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা নেটিভোট শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, গাজা থেকে ছোড়া দু’টি রকেটের মধ্যে একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়েছে, অন্যটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। হামলায় কোনও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলি অবরোধ ও সামরিক অভিযানের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকবার রকেট ছোড়ার ঘটনা ঘটেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বেশিরভাগ রকেটই আটকানো গেছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতি

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬৪,৩৬৮ জন এবং আহত হয়েছে ১,৬২,৩৬৭ জন। এছাড়া আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages