রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মাত্র একদিনে ইউক্রেনের ওপর ছোড়া হয়েছে ৮১৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র। এতে কিয়েভে এক নারী ও তার দুই মাস বয়সী সন্তান নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই হামলা চলমান যুদ্ধের সবচেয়ে বড় আকারের বিমান হামলা। তাদের তথ্য অনুযায়ী, ৭৪৭টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন সরাসরি ৩৭টি স্থানে আঘাত করেছে। ধ্বংস হওয়া কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়েছে আরও আটটি জায়গায়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানিয়েছেন, এই হামলার শিকার হয়েছে ক্রিভি রিহ, দিনিপ্রো, ক্রেমেনচুক, ওদেসা এবং কিয়েভসহ বিভিন্ন শহর।
এ হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্যারিস বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো এখনই পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা চলাকালেও এ ধরনের হামলা একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা।