Skip to Content

আরব আমিরাতের পর সৌদির পক্ষ থেকেও সতর্কবার্তা পেল ইসরায়েল

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

ইসরায়েলের সাম্প্রতিক পশ্চিম তীর সংযুক্তকরণ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরায়েল যদি পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করে, তাহলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

সৌদি এই অবস্থান জানানো হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে, এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’।

এর আগে, আবুধাবিও ইসরায়েলকে একই ধরনের কঠোর বার্তা দেয়। ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সময় শর্ত ছিল— পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। এখন সেই শর্ত ভঙ্গ করে আবারও পশ্চিম তীর দখলের পথেই হাঁটছে ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিম তীরের বেশিরভাগ এলাকা এখন থেকে ইসরায়েলের সার্বভৌমত্বের অংশ হবে। তার দাবি, এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে ফেলবে।

ইতোমধ্যে গত ২৩ জুলাই ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এতে উচ্ছ্বাস প্রকাশ করে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। ১৯৯০-এর দশকে অসলো চুক্তির আওতায় অঞ্চলটি তিন ভাগে ভাগ করা হয় এবং ধাপে ধাপে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে কিছু নিয়ন্ত্রণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা আর হয়নি। এখন পর্যন্ত পশ্চিম তীরের অধিকাংশই ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages