ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা সিটির ভেতরে ও আশপাশে হামলা আরও জোরদার করা হচ্ছে, হামাসের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ।
রবিবার মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, “আমরা সন্ত্রাসী অবকাঠামো ও টাওয়ার ধ্বংস করছি।” গত মাসে ইসরায়েল গাজা সিটি দখলের অনুমোদন দিলেও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটির দুটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলি সেনাদের দাবি, হামাস এসব ভবন থেকে তাদের ওপর নজরদারি চালাত। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
গাজায় উত্তেজনা বাড়তে থাকায় মানবিক সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নেতানিয়াহু জানান, সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে নতুন মানবিক অঞ্চল স্থাপন করা হয়েছে।
শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে হাজার হাজার লিফলেট ফেলে বাসিন্দাদের সরে যেতে উৎসাহিত করেছে ইসরায়েলি বাহিনী।