Skip to Content

তুরস্কে ৪.৯ মাত্রার ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto
তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে এই কম্পন হয়, যার গভীরতা ছিল ভূগর্ভের প্রায় ৭.৭২ কিলোমিটার।

ভূমিকম্পটি শুধু বালিকেসির নয়, আশপাশের প্রদেশ ও ইজমির শহরেও স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, জরুরি টিম দ্রুত মাঠে নেমে কাজ শুরু করেছে। জাতীয় সংসদের স্পিকার ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কম্পনের পর অনেকেই দীর্ঘ সময় রাস্তায় অবস্থান করেন। আফটারশকের ভয়ে কেউ কেউ এখনো ঘরে ফেরেননি। অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে দেশটির মানুষ এমন ঘটনায় সহজেই আতঙ্কিত হয়ে পড়ে।

তবে এবার বড় ক্ষয়ক্ষতি না হলেও জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক রয়েছে এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages