গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে ৪,০০০-এর বেশি শীর্ষস্থানীয় বিজ্ঞানী একসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক উন্মুক্ত চিঠিতে তারা গাজার পরিস্থিতিকে “অসহনীয়” বলে উল্লেখ করেছেন।
চিঠিতে বলা হয়, গাজায় কৃত্রিমভাবে খাদ্য সংকট তৈরি করে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং বেসামরিক অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন ১৪ জন নোবেলজয়ী, ৫ জন ফিল্ডস মেডেলজয়ীসহ বহু খ্যাতিমান বিজ্ঞানী। তারা বলেন, ইতিহাসে এমন কিছু ঘটেনি যা গাজাবাসীর ওপর চলমান সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে।
তারা একদিকে গাজায় যুদ্ধ থামানোর আহ্বান জানালেও, হামাসের হামলা ও পণবন্দী করার ঘটনাকেও নিন্দা করেছেন এবং পণবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এতসংখ্যক বিজ্ঞানীর একত্রে প্রতিবাদ আন্তর্জাতিক পর্যায়ে গাজা সংকটের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।