Skip to Content

গাজা পরিস্থিতি 'অসহনীয়', ৪,০০০ বিজ্ঞানীর উন্মুক্ত চিঠি

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto
গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে ৪,০০০-এর বেশি শীর্ষস্থানীয় বিজ্ঞানী একসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক উন্মুক্ত চিঠিতে তারা গাজার পরিস্থিতিকে “অসহনীয়” বলে উল্লেখ করেছেন।

চিঠিতে বলা হয়, গাজায় কৃত্রিমভাবে খাদ্য সংকট তৈরি করে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং বেসামরিক অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন ১৪ জন নোবেলজয়ী, ৫ জন ফিল্ডস মেডেলজয়ীসহ বহু খ্যাতিমান বিজ্ঞানী। তারা বলেন, ইতিহাসে এমন কিছু ঘটেনি যা গাজাবাসীর ওপর চলমান সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে।

তারা একদিকে গাজায় যুদ্ধ থামানোর আহ্বান জানালেও, হামাসের হামলা ও পণবন্দী করার ঘটনাকেও নিন্দা করেছেন এবং পণবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এতসংখ্যক বিজ্ঞানীর একত্রে প্রতিবাদ আন্তর্জাতিক পর্যায়ে গাজা সংকটের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages