Skip to Content

গাজায় মৃত্যু ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকে

September 8, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার ৪০০-এ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) একদিনেই ৮৭ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪০৯ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪,৩৬৮ জন, আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬২,৭৭৬ জন।

গাজার প্রধান চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের মর্গে নিহতদের মাঝে অন্তত ৪৫ জনের মরদেহে শেষ শ্রদ্ধা জানান স্বজনেরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়েও চলছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৩১ জন, আহত ১৩২ জনের বেশি। চলতি বছরের ২৭ মে থেকে খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,৪১৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১৭,৭০৯ জন।

দুর্ভিক্ষ পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই অপুষ্টি ও অনাহারে মারা গেছেন ৫ জন, যার মধ্যে শিশুও রয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহারজনিত কারণে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের, এর মধ্যে ১৩৮ জন শিশু।

ইসরায়েল মার্চ থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ায়, ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে খাবার, পানি ও ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের (IPC) ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যে উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংকট দেইর আল-বালাহ ও খান ইউনিস অঞ্চলেও ছড়িয়ে পড়বে। আইপিসির ঘোষণার পর থেকে অনাহারে আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৩ জন শিশু।

অন্যদিকে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর আরও ১১,৯১১ জন নিহত এবং ৫০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার ফলে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়।

এই পরিস্থিতির প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে (ICJ) মামলাও চলছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages