Skip to Content

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলল ইরান

September 8, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (যাদের একত্রে ইথ্রি বা E3 বলা হয়)—বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই তিন দেশ ‘বেপরোয়া কৌশল’ অবলম্বন করছে, যা আন্তর্জাতিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে, আরাগচি বলেন, ইথ্রি এমন একটি প্রক্রিয়া শুরু করেছে যার ফলে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। তবে তিনি এ উদ্যোগকে আইনসম্মত নয় এবং ব্যর্থ হবে বলে উল্লেখ করেন।

আরাগচির ভাষ্যমতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে গিয়ে চুক্তি ভেঙেছিল, ইরান নয়। কিন্তু ইউরোপ তখন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে, ইউরোপ তখন বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিলেও, তা আর বাস্তবায়ন করেনি।

তিনি আরও বলেন, মার্কিন চাপের মুখে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে, এবং তারা ওয়াশিংটনের সাথে একজোট হয়ে নিজেদের বৈশ্বিক অবস্থান দুর্বল করছে।

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages