নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে অনেকে পুলিশ সদস্যও রয়েছেন।
কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা সংসদ ভবন কমপ্লেক্সেও হামলা ও অগ্নিসংযোগ করে। এতে আজকের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে।
হাসপাতেগুলোতে আহতদের ভিড় বেড়েছে। অনেকেই রাবার বুলেটে আহত হয়েছেন। এখনো অনেক মৃত ও আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং হতাহতের ঘটনায় শোক জানিয়ে বলেন, “সরকার কিছু একটা করবে।”
প্রসঙ্গত, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছে তরুণ প্রজন্ম, যারা “জেন জি” নামে পরিচিত।