ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে ২৭ আগস্ট রাত ১২টার পর থেকেই। এই শুল্ক আরোপকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কেও। এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া বার্তা দিয়েছেন—সরকার কোনো চাপের মুখে নতিস্বীকার করবে না।
সোমবার (২৫ আগস্ট) আহমেদাবাদের নিকোল এলাকায় এক জনসভায় মোদি বলেন,
“যত চাপই আসুক না কেন, আমরা তা মোকাবেলায় প্রস্তুত। আমাদের শক্তি বাড়াতে হবে, পিছু হটলে চলবে না।”
তিনি জোর দিয়ে বলেন, তাঁর সরকার কখনও ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক ও পশুপালকদের স্বার্থ উপেক্ষা করবে না।
মোদি আরও বলেন,
“এই গান্ধীর ভূমি থেকে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও পশুপালকদের স্বার্থই মোদির সর্বোচ্চ অগ্রাধিকার।”
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে, যার মূল কারণ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি। তাঁর মতে, মস্কোর জ্বালানি রপ্তানি ইউক্রেন যুদ্ধে অর্থ জোগায়, আর এ ধরনের আমদানি সে কারণেই শাস্তিযোগ্য।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে স্টিল, অ্যালুমিনিয়াম, ওষুধ এবং সেমিকন্ডাক্টরের মতো খাতও শুল্কের আওতায় আসতে পারে।
ভারত এই শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে 'অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য' বলেও উল্লেখ করেছে।