নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে জেনারেশন জেডের আন্দোলনে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি)।
সোমবার এক বিবৃতিতে এনএইচআরসি অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, তরুণদের উদ্বেগ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কমিশন।
মাঠ পর্যবেক্ষণে গিয়ে এনএইচআরসির দলও সহিংস হামলার মুখে পড়ে। কমিশন মনে করিয়ে দিয়েছে, সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকের অধিকার।
সরকারকে মৌলিক অধিকার রক্ষার বিষয়ে সতর্ক করে কমিশন বিক্ষোভকারীদেরও শান্তিপূর্ণ আচরণের অনুরোধ জানিয়েছে।