ইসরাইলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে “মানচিত্র থেকে মুছে ফেলার” আহ্বান জানিয়েছেন। জেরুজালেমে বাসে হামলার ঘটনায় ফিলিস্তিনিদের দায়ী করে তিনি এমন মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ বলেন, “যেসব গ্রাম থেকে হামলাকারীরা এসেছে, সেগুলো যেন গাজার বিধ্বস্ত রাফাহ বা বেইত হানুনের মতো হয়ে যায়।”
কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য ইসরাইলি রাজনীতিতে চরমপন্থার প্রতিফলন, যা গাজা ও পশ্চিম তীরে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।