জেনারেশন জেড-এর আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সেই দিনই কাঠমান্ডু ও ইতাহারিতে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক ও নিরাপত্তা সদস্যরাও।
দমন-পীড়নের জেরে রাজধানীসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়। এ ঘটনার পর নিজের দলসহ নানা মহল থেকে চাপে পড়ে পদত্যাগ করলেন লেখক।