ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ অপরাধের প্রতিবাদে বিশ্ববাসী, বিশেষ করে মুসলিম দেশগুলোকে তেলআবিবের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) তেহরানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
খামেনি বলেন, “সায়নিস্ট সরকার প্রকাশ্যে একের পর এক মানবতাবিরোধী অপরাধ করে চলেছে। এসব যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় হলেও এখনো তাদের মোকাবেলার সুযোগ আছে।”
তিনি আরও বলেন, “মুসলিম দেশগুলোকে ইসরায়েলকে পুরোপুরি বয়কট করতে হবে। এটি বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও একঘরে শাসনব্যবস্থা।”
খামেনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত—বিশ্বজুড়ে দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা। পাশাপাশি তিনি জাতীয় মর্যাদা ও শক্তি বাড়াতে সরকারকে কাজ করার আহ্বান জানান।