গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ফ্রান্স ও জার্মানি তীব্র নিন্দা জানিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। দুই দেশই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক্স-সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টে এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুসরণ করার আহ্বান জানান।
অন্যদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাংবাদিক, জরুরি সেবাকর্মী ও বেসামরিক নিহতের ঘটনায় ‘স্তম্ভিত ও মর্মাহত’ হওয়ার কথা উল্লেখ করে হামলার তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এছাড়া গাজায় স্বাধীন বিদেশি গণমাধ্যমকে প্রবেশের সুযোগ নিশ্চিত করার জন্য জোর দিয়েছে।
২৫ আগস্ট সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো এই বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আলজাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের পাঁচজন সাংবাদিক।
গত যুদ্ধ শুরু থেকে গাজার সংবাদকর্মীদের মধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬২,৬৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৭,৯৫১ জন আহত হয়েছেন।
সূত্র: শাফাক নিউজ