নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে বাংলাদেশের দূতাবাস থেকে একটি জরুরি বার্তা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে নেপালে বর্তমানে বসবাসরত বা আটকে পড়া সব বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে নেপালে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সব বাংলাদেশি নাগরিককে তাদের নিজ নিজ আবাসস্থল, হোটেল বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান করার জন্য কঠোর পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এড়াতে সবাই যেন অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যান এবং যেখানে আছেন সেখানে নিরাপদ থাকেন।
এছাড়াও, নেপালে যেকোনো ভ্রমণ পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদেরও আপাতত নেপাল ভ্রমণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নেপালের বর্তমান অনিশ্চিত ও সংকটপূর্ণ পরিস্থিতি থেকে নিরাপদ থাকা নিশ্চিত করা হবে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস নিম্নলিখিত ফোন নম্বরগুলো প্রদান করেছে:
মি. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
বাংলাদেশি নাগরিকদের নির্দেশনা মেনে চলা এবং এই নম্বরগুলোর মাধ্যমে জরুরি সহায়তা নেয়ার জন্য দূতাবাস থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। নেপালে অবস্থানরত সবাই যেন সজাগ থেকে নিরাপত্তা বজায় রাখেন এবং পরিস্থিতি মনিটর করেন।