তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে এর মধ্যেই দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেল জনতার হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিক্ষোভে তাকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর করে বিক্ষুব্ধ জনতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এর আগে সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয়। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। সকাল থেকেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবনেও।
বিক্ষোভকারীদের লক্ষ্য থেকে বাদ যায়নি বিরোধীদলীয় নেতার বাসভবন এবং নেপালের রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িও। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দেশজুড়ে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এই পরিস্থিতিতে নেপালের সেনাবাহিনী হস্তক্ষেপ করে। হেলিকপ্টারের মাধ্যমে ভাইসেপ্রেসিডেন্টের বাসভবন থেকে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করে সেনাবাহিনী। একইসঙ্গে স্থানীয় নেতারা এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অবশেষে কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দেন।