Skip to Content

মেক্সিকোয় ডাবল ডেকার বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১০

September 9, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় ডাবল ডেকার বাসে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (স্থানীয় সময়) আত্লাকোমুলকো ও মারাভাতিও শহরের মাঝামাঝি একটি শিল্পাঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে ট্রেন পরিচালনাকারী সংস্থা কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো। সংস্থাটি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে এবং চালকদের প্রতি সড়ক ও রেল ক্রসিংয়ের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। দুর্ঘটনায় ব্যবহৃত বাসটির মালিক প্রতিষ্ঠান ‘হেরাদুরা দে প্লাতা’ এখনো কোনো মন্তব্য করেনি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটির সামনের অংশ এবং ওপরের তলা একেবারে ধ্বংস হয়ে গেছে। বাসের লোহার কাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেক্সিকোতে এ ধরনের দুর্ঘটনা প্রায় নিয়মিতই ঘটে থাকে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ফেডারেল মহাসড়কে প্রায় ১২ হাজার দুর্ঘটনায় ১,৮০০ জনের বেশি নিহত এবং ৬,৪০০ জন আহত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেও একটি বাস-ট্রাক সংঘর্ষে ৪০ জনের বেশি প্রাণ হারান।

Editorialnews24 September 9, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages