নেপালের চলমান বিক্ষোভে আগুনে পুড়ে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাল্লু এলাকায় তাদের বাড়িতে আন্দোলনকারীরা আগুন দিলে তিনি ভেতরে আটকা পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার পুলিশের গুলিতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর থেকেই সহিংসতা আরও বাড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসহ সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতির চাপে কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।