ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুই পুরুষকে প্রকাশ্যে ৭৬ বার করে বেত্রাঘাত করা হয়েছে। মঙ্গলবার বান্দা আচেহ শহরের এক পার্কে এই শাস্তি কার্যকর করা হয়।
শরিয়াহ আদালত তাদের যৌন সম্পর্কের অভিযোগে দোষী সাব্যস্ত করে। শুরুতে ৮০ বেত্রাঘাতের আদেশ দেওয়া হলেও আগে চার মাস আটক থাকায় শাস্তি কমিয়ে ৭৬ বার করা হয়।
আচেহ প্রদেশে শরিয়াহ আইন কার্যকর হলেও ইন্দোনেশিয়ার অন্য প্রদেশগুলোতে সমকামিতা বেআইনি নয়।
শরিয়াহ পুলিশের কর্মকর্তা জানান, গত এপ্রিল মাসে এক ব্যক্তি তাদের পার্কের শৌচাগারে একসঙ্গে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপরই তদন্ত ও শাস্তির সিদ্ধান্ত হয়।