দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন।
গুতেরেস বলেন, কাতার যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এমন সময় হামলা চলানো অনাকাঙ্ক্ষিত। সব পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার দোহায় হামাস নেতাদের বৈঠকের সময় ইসরায়েলি হামলায় দুজন নিহত হন এবং একটি ভবনে বিস্ফোরণ ঘটে।