গাজার অবরুদ্ধ মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র মিশন ‘দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা’ যাত্রা শুরুর পর ড্রোন হামলার শিকার হয়েছে।
৩১ আগস্ট স্পেন থেকে রওনা হওয়া এই বহরে ৪৪টি দেশের প্রতিনিধি ও প্রায় ১০০টি জাহাজ ছিল। ৪ সেপ্টেম্বর তিউনিশিয়ায় যোগ দেয় আরও একটি দল। সেখানেই পর্তুগালের পতাকাবাহী মূল নৌকাটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও নৌকার ডেক ও স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্লোবাল ফ্লোটিলা দাবি করেছে, এটি ছিল ভয় দেখানোর উদ্দেশ্যে চালানো হামলা। তবে তিউনিশিয়া কর্তৃপক্ষ বলছে, নৌকার ভেতরেই বিস্ফোরণ ঘটেছে।
ঘটনার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে বন্দরে বিক্ষোভ হয়েছে। সংহতি মিশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন।