নেপালে চলমান বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সহিংসতা নিয়ন্ত্রণে রাস্তায় টহল দিচ্ছে সেনারা। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, তারা মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। টহলরত সেনারা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণও নিয়েছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের দাবি সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।
এর আগে সামাজিকমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে তরুণরা বিক্ষোভ শুরু করে। সরকারি বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন প্রাণ হারান। সহিংসতা বাড়তে থাকায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী।