নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলের দুটি কারাগার থেকে শত শত কয়েদি পালিয়ে গেছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
কাশকি জেলার পুলিশ কার্যালয় জানিয়েছে, দুপুরের সময় বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করে সেখানে থাকা ৭৭৩ জন কয়েদিকে মুক্ত করে দেয়। এ ঘটনাটি ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। খবর প্রকাশ করেছে বিবিসি।
তদুপরি, দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকেও ১২৭ জন বন্দি পালিয়ে গিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমে আরও কিছু কারাগার থেকে কয়েদি পালানোর খবর পাওয়া গেছে, তবে সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতি নেপালের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।