Skip to Content

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিল স্পেন

September 10, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


ইসরায়েলের সাম্প্রতিক কাতার হামলার জেরে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তারা দুজনই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের ঘোর সমর্থক হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। স্পেন সরকার বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে অবস্থান নেওয়ায় এই দুই নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই পদক্ষেপ আসে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। এতে অন্তত ৬ জন নিহত হন। হামলার সময় ওই ভবনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে হামাস দাবি করেছে, তাদের কোনো শীর্ষ নেতাই হামলায় নিহত বা আহত হননি।

এই হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্পেন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর আগে, গাজায় গণহত্যার অভিযোগে স্পেনের উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুবমন্ত্রী সিরা রেগোর বক্তব্যের জবাবে ইসরায়েল গত ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। পাল্টা পদক্ষেপ হিসেবে স্পেনও পরদিন ইসরায়েলে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপের অন্য দেশগুলোকেও কঠোর অবস্থান নেওয়ার জন্য উৎসাহিত করতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।

Editorialnews24 September 10, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages