Skip to Content

সংবাদ সম্মেলনে মাথা ঘুরে পড়ে গেলেন সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী

September 10, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে অসুস্থ হয়ে পড়ে যান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দপ্তরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

৪৮ বছর বয়সী এলিজাবেথ প্রধানমন্ত্রী উলফ ক্রিশটারশন এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের নেতা ইব্বা বুশের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ মাথা ঘুরে সামনের দিকে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও সাংবাদিকরা তাকে সহযোগিতা করেন।

পরে মন্ত্রী নিজেই জানান, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হয়ে উঠলেও সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

এলিজাবেথ ল্যান সম্প্রতি অ্যাকো আঙ্কারবার্গ জোহানসনের স্থলাভিষিক্ত হয়ে সুইডেনের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন। রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক দলের সদস্য এবং ২০১৯ সাল থেকে গোথেনবার্গে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগতভাবে তিনি শান্তি ও উন্নয়ন অধ্যয়ন এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। আগে তিনি মন্ত্রিপরিষদ অফিসে উপপরিচালকের দায়িত্বেও ছিলেন।

Editorialnews24 September 10, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages