Skip to Content

জাতির উদ্দেশে ভাষণে কড়া সতর্কবার্তা নেপালের সেনাপ্রধানের

September 10, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


নেপালে দেশব্যাপী বিক্ষোভের কারণে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নতুন সরকার না আসা পর্যন্ত শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপাল সেনাবাহিনী। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর, লুটপাট ও ব্যক্তিদের উপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, “আমরা প্রতিবাদকারী গোষ্ঠীর প্রতি আবেদন জানাচ্ছি—প্রতিবাদ কর্মসূচি স্থগিত করে জাতির কল্যাণে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপে এগিয়ে আসুন। আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য রক্ষা করতে হবে, পাশাপাশি জনসাধারণ এবং ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।”

তিনি ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি আরও বলেন, “নেপালের ইতিহাসের শুরু থেকেই, নেপাল সেনাবাহিনী সবসময়—even কঠিন সময়েও—নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং নেপালি জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল।”

Editorialnews24 September 10, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages