Skip to Content

যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

September 11, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed Shawan


যুক্তরাজ্যে সফররত ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে গ্রেফতারের দাবিতে লন্ডনসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দেশটির জনগণ। গাজা ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা তার সফরের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে।

স্কটল্যান্ডের একটি জাতীয় দৈনিক হারজগের সফরের প্রতিবাদ জানিয়ে প্রথম পাতায় শিরোনাম করেছে: “গণহত্যা বরণে লাল কার্পেট সম্মাননা স্টারমারের।” এতে বলা হয়, মঙ্গলবার যুক্তরাজ্যে পা রাখেন হারজগ। সফরের অংশ হিসেবে বুধবার তার দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ এবং চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনদিনের এই সফর শেষে তিনি শুক্রবার নিজ দেশে ফিরবেন।

হারজগ এমন এক সময় যুক্তরাজ্যে এসেছেন, যখন ইসরায়েল গাজা, সিরিয়া, লেবানন ও কাতারে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে হারজগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ব্রিটিশ জনগণের পক্ষ থেকে।

এদিকে, ‘দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টাইন’ (আইসিজেপি) নামের একটি মানবাধিকার সংগঠন স্কটল্যান্ড ইয়ার্ডকে চিঠি দিয়ে হারজগের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। চিঠিতে তাকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন এবং গণহত্যা সংঘটনের অভিযোগে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

হারজগের সফরের শুরুর দিকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভ থেকে ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের আগমনের নিন্দা জানানো হয় এবং তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, আরব নিউজ, আল-জাজিরা

Editorialnews24 September 11, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages